1. dailybogratimes@gmail.com : admin :
আসছে বিচার বিভাগ সংস্কারে পৃথক সচিবালয় অধ্যাদেশ - Daily Bogra Times
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম

আসছে বিচার বিভাগ সংস্কারে পৃথক সচিবালয় অধ্যাদেশ

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ Time View
আসছে বিচার বিভাগ সংস্কারে পৃথক সচিবালয় অধ্যাদেশ
print news

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ’র বিচার বিভাগ সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে উচ্চ আদালতের জন্য আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উপদেষ্টাদের বৈঠকে সম্মতির পর শীঘ্রই অধ্যাদেশটি আইন আকারে আসছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বৃহস্পতিবার আয়োজিত ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর ল’রিপোটার্স ফোরামের ‘ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা’র সভাপতিত্বে কর্মশালায় বিচারপতি ফারাহ মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফ্যান লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় এ কর্মশালায় অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার এবং প্রধান বিচারপতির আইন সংস্কার সংক্রান্ত রোডম্যাপ বাস্তবায়নের প্রধান মুয়াজ্জেম হোসেন, এনআইএমসি-র পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলী মাশরাফ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ ড. কাবিল খান, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম, এনআইএমসি-এর পরিচালক সুমনা পারভীন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

বিচারপতি ফারাহ মাহবুব তার বক্তৃতায় জনসাধারণের নিকট বিচারিক সেবা প্রদানের জন্য মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে ‘ল’ রিপোর্টার্স ফোরামসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের প্রতি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। জনগণের আইনি অধিকার নিশ্চিত করতে রিপোর্টিং এর কার্যকর দিক নিয়ে কর্মশালায় ফলপ্রসূ করণকৌশল নির্ধারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা বলেন, দেশের বিদ্যমান আইনি কাঠামোকে শক্তিশালী করতে আইন প্রতিবেদকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমকর্মী ও আইন প্রতিবেদকদের ভূমিকা চলমান আইনি সংস্কার কার্যক্রমে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফ্যান লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান তাদের বক্তৃতায় প্রধান বিচারপতির সংস্কার কার্যক্রমের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা সমুন্নত রাখতে প্রস্তাবিত আইনি সংস্কার সংক্রান্ত রোডম্যাপ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিকল্পে একযোগে কাজ করছে বলে জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট,সুইডিশ অ্যাম্বাসি,ইউএনডিপি এবং সুপ্রিম কোটের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ধন্যবাদ বক্তব্য দেন ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews