বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঐতিহাসিক খেরুয়া মসজিদ পরিদর্শন করেন। তিনি মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানেন এবং এর সংরক্ষণের প্রশংসা করেন। পরিদর্শন শেষে সারে ৪ টার দিকে ঘটিকায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) মোঃ সজীব শাহরিন, শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, শেরপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম এবং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। শেরপুর থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
এই পরিদর্শন স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং বাংলাদেশ-ইরানের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও মজবুত করবে বলে প্রত্যাশা তাদের।
উল্লেখ্য, ১৫৮২ খ্রিস্টাব্দে নির্মিত খেরুয়া মসজিদ মুঘল স্থাপত্যের অন্যতম দৃষ্টিনন্দন নিদর্শন। মসজিদটি ইসলামী ঐতিহ্য ও ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।