1. dailybogratimes@gmail.com : admin :
ইরি-বোরো মৌসুমে ধান রোপণের শুরুতেই, সার ও সেচ খরচ নিয়ে উদ্বিগ্ন কৃষক - Daily Bogra Times
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে মা–শিশু সহায়তা কর্মসূচি কর্মশালা বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯% গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: রোগীর ঢল, চিকিৎসকের সংকট সংবিধান সংস্কারের জন্য গণভোটের পথে বাংলাদেশ, গেজেট প্রকাশিত শনিবার নুরে মাদিনা মাদ্রাসায় আসছেন বাংলার তারিক জামিল ও আযহারী আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ ‘লার্ন টু আর্ন’এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ বগুড়ায় প্রথম সফল কমলা বাগান, অনুপ্রাণিত শত কৃষক বগুড়ায় এলসি বন্ধ হলে একদিনেই বাড়ে মশলার দাম, তৈরি হয় কৃত্রিম সংকট

ইরি-বোরো মৌসুমে ধান রোপণের শুরুতেই, সার ও সেচ খরচ নিয়ে উদ্বিগ্ন কৃষক

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ Time View
ইরি-বোরো মৌসুমে ধান রোপণের শুতেই, সার ও সেচ খরচ নিয়ে উদ্বিগ্ন কৃষক
print news

শীত উপেক্ষা করে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোমর বেঁধে মাঠে কাজ করছেন চাষীরা । জানুয়ারি মাস থেকেই শুরু হয় ইরি-বোরো চাষ । এবছরও সেচনির্ভর এই ধানের চাষে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। রবিবার ২৬ জানুয়ারী বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর গ্রামের চরাঞ্চলে দেখা মেলে এমন চিত্র

বীজতলা সাধারণত ডিসেম্বর মাসে প্রস্তুত করা হয়। চারা ৩০-৩৫ দিনের হলে মূল জমিতে রোপণ করা হয়, যা সাধারণত জানুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারীর মধ্যে হয়ে থাকে।

কৃষি অফিসের হিসাব অনুযায়ী, চলতি ইরি-বোরো মৌসুমে ২০৯৬৯ লক্ষ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেরপুর উপজেলার বিশালপুর গ্রামের কৃষক সরেন বলেন, “আমরা ইতোমধ্যেই বীজতলা থেকে চারাগুলো তুলে জমিতে লাগানো শুরু করেছি। এবার ফলন ভালো হবে বলে আশা করছি।”

কৃষক আব্দুক মতিন বলেন, “সারের দাম বেড়ে গেছে। পাশাপাশি সেচের খরচও বেশি। সরকার যদি এসব ক্ষেত্রে সহায়তা করে, তাহলে আমরা লাভবান হতে পারবো। তবে কৃষকরা সারের দাম বৃদ্ধি এবং সেচ খরচ নিয়ে উদ্বিগ্ন।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, ইরি-বোরো ধান চাষে কৃষি বিভাগ কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগীতা দিয়ে আসছে। চলতি মৌসুমে উপজেলায় ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছারিয়ে যাবে বলে আশা করছি ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews