বগুড়ার শেরপুর উপজেলার ড. মেহেদী হাসান চীনের খ্যাতনামা বেহাং বিশ্ববিদ্যালয় থেকে ‘বিমান তৈরির নতুন ও উন্নত নকশা’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই অনন্য অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের মেধার স্বাক্ষর রাখেননি, বরং বাংলাদেশের নাম আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে উজ্জ্বল করেছেন।
ড. মেহেদী হাসান শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দবিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। প্রযুক্তিনির্ভর গবেষণায় বিশেষ পারদর্শী এই তরুণ গবেষক উন্নত, নিরাপদ ও টেকসই বিমান নকশার উপর গবেষণা করে চীনের শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণা বিমান নির্মাণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
এই অসাধারণ সাফল্যে বগুড়া জেলার সর্বস্তরের মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ড. মেহেদী হাসানকে নিয়ে উৎসবমুখর আলোচনা এবং স্থানীয় পর্যায়ে উষ্ণ অভিনন্দনের ঢল নেমেছে।
বর্তমানে চীনে অবস্থানরত ড. মেহেদী হাসান, তিনি তাঁর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে স্থানীয়রা মনে করছেন।
শেরপুর উপজেলার একজন বাসিন্দা বলেন, “মেহেদীর এই সাফল্য আমাদের সবার জন্য গর্বের। এটি আমাদের তরুণদের জন্য একটি বড় অনুপ্রেরণা।”