উল্লাপাড়া সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘাটিনা মহল্লার আঞ্চলিক রাস্তাটির বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলছে
পথচারী। এ মহল্লার সিসি ঢালাই রাস্তার প্রায় ৩০ ফুট অংশ দেড় বছরের বেশী সময় ধরে ক্ষতি হয়ে আছে। রাস্তার
ভাঙ্গা অংশ হয়ে নানা বাহন নিয়ে ও পায়ে হেটে চলাচল করা যায় না। উল্লাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘাটিনা
দক্ষিণপাড়ায় কৃষকগঞ্জ পাকা সড়ক পথ থেকে সিসি ঢালাই রাস্তা বয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রামের আব্দুস
ছামাদ আকন্দের বসতবাড়ীর কাছে প্রায় ৩০ ফুট রাস্তার ক্ষতি হয়েছে।
সিসি ঢালাই রাস্তার অংশটুকু একদিকে নিচের মাটি সরে গিয়ে ঢালু হয়ে গেছে। এলাকার লোকজন জানান দেড় বছরের বেশী
সময় হলো রাস্তাটির এমন ক্ষতি হয়েছে। জানা গেছে রাস্তাটির ক্ষতি অংশের ওপারে প্রায় পনেরোটি পরিবারের বসবাস
আছে। এসব পরিবারের কয়েকজন অটো রিকসা ভ্যান ও সিএনজি চালক আছেন। প্রতিবেদককে আব্দুস ছামাদ আকন্দ
বলেন রাস্তার ক্ষতি অংশ হয়ে চলাচল করা যায় না বলে এলাকার বসতি পরিবারের বেশীর ভাগ লোকজন তার বসতবাড়ির
উঠোন আঙ্গিনা হয়ে দিন রাত পায়ে হেটে চলাচল করেন। একই এলাকার ইসমাইল হোসেন বলেন কেউ কেউ এদিকে না এসে
পায়ে হেটে অন্য পথে চলাচল করেন।
এলাকার অটো ভ্যান রিকসা চালক খোকন বলেন রাস্তার ক্ষতি অংশ হয়ে ভ্যান রিকসা নিয়ে বাড়ীতে আসা যাওয়া করা যায়
না। এখন ফসল না থাকায় একজনের ফসলি জমি হয়ে বাড়ীতে নেন। এছাড়া অনেক দিনই অন্যের বাড়ীতে ভ্যান রিকসা রাখতে
হয় বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও উল্লাপাড়া পৌরসভার প্রশাসক আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, রাস্তাটির
ক্ষতিগ্রস্থ অংশটুকুর ক্ষতির কারণ সরেজমিনে দেখে ও দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।