এস এম মঈনুদ্দিন, শেরপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২২ মে, ২০২৫) সকালে তিনি বিদায়ী ওসি শফিকুল ইসলামের কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন।
শেরপুর থানা প্রাঙ্গণে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরিন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন সহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নবাগত ওসি এস এম মঈনুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়, যা এক নতুন অধ্যায়ের সূচনাকে নির্দেশ করে।
সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান এস এম মঈনুদ্দিন, জন্ম ১৯৮০ সালের ২৭ ফেব্রুয়ারি। ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত জীবনের শুরু। এরপর দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন থানায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন, যা তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার প্রমাণ বহন করে।
দায়িত্ব গ্রহণের পর এস এম মঈনুদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “শেরপুর থানার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব। এই মহৎ কাজে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।” তাঁর এই কথায় শেরপুরবাসীর মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় জনগণ মনে করছেন, একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার নেতৃত্বে শেরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।