1. dailybogratimes@gmail.com : admin :
কালাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তমজন্মবার্ষিকী পালিত - Daily Bogra Times
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

কালাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তমজন্মবার্ষিকী পালিত

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View
কালাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তমজন্মবার্ষিকী পালিত
print news

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ
জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্যেদিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে প্রেসক্লাব
কালাইয়ের কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন
করে।

উক্ত কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা
সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল
ইসলাম তালুকদার লায়নর-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব
করেন কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত উপলক্ষে বক্তব্য
রাখেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপি
র বিভিন্ন অঙ্গ সংগঠনের
নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার
সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাব-এর সভাপতি ও
দৈনিক যুগান্তর কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার
শিপন, কালাই জিয়া পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক
রেজোয়ান আলী, সাংবাদিক মো. ফারুক হোসেন, মাষ্টার মো. তৌফিকুল
ইসলাম, সাংবাদিক মো. রেশাদুর রহমান, মাস্টার মো. নাজমুল হক শামীম, শিক্ষক
ফারায়েজ হোসেন বাবলু, সাংবাদিক মো. ছামছুন হক প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের একজন বীর
মুক্তিযোদ্ধা। তিনি সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তার
হাতে গড়া বিএনপি কোনো অন্যায় অত্যাচার ও জুলমে ভয় পায় না। মাতৃভূমির
মুক্তির জন্য নেতাবিহীন জাতির জনক শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে
মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম অধ্যবসায়ের পরিচয় দেন। তিনি দেশ ও
রাষ্টের জন্য কাজ করেছেন।
অনুষ্টানের শেষে শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল করা হয়। পরে শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও
জুলাই ও আগষ্ট বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের
জন্য দোয়া পরিচালনা করেন উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার
সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান।

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews