কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার হাবিবপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান ৮ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ (বুধবার) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ীর সহযোগিতায় এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, রংপুরের বাস্তবায়নে কৃষক আমজাদ হোসেনের উঠানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রি আঞ্চলিক কার্যালয়, রংপুরের প্রধান ড. মো. রকিবুল হাসান, এসএসও সেলিনা জাহান, হাইব্রিড রাইস বিভাগ, গাজীপুরের এসএসও ড. আনোয়ারা আক্তার এবং কৃষক আমজাদ হোসেনসহ অনেকে।
বক্তারা জানান, ব্রি হাইব্রিড ধান ৮ এর ফলন বিঘাপ্রতি ২৭ মন হওয়ায় এটি উচ্চ ফলনশীল এবং কৃষকদের জন্য লাভজনক। তারা বিদেশি ধানের জাতের পরিবর্তে দেশীয় এই হাইব্রিড ধান চাষের পরামর্শ দেন। এই জাতের ধান কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে সহায়ক বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ব্রি হাইব্রিড ধান ৮ এর চাষ সম্পর্কে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। এ ধরনের মাঠ দিবস কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে বলে আয়োজকরা আশাবাদী।