1. dailybogratimes@gmail.com : admin :
ক্লাস্টার বোমা নাকি এমআইআরভি? ইরানের হামলায় ইসরায়েল স্তব্ধ - Daily Bogra Times
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

ক্লাস্টার বোমা নাকি এমআইআরভি? ইরানের হামলায় ইসরায়েল স্তব্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৩ Time View
ক্লাস্টার বোমা নাকি এমআইআরভি? ইরানের হামলায় ইসরায়েল স্তব্ধ
print news

আন্তর্জাতিক ডেস্ক:
দখলদার ইসরায়েলের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ হামলায় অন্তত ২৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তাসংস্থা এপি। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিকভাবে ধারণা করছে, এই হামলায় একাধিক বিস্ফোরক বা ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, ইরান হয়তো মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভিহাইকেল (MIRV) প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে, যেগুলো একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইরান আগেই দাবি করেছিল, তাদের কাছে এমন উপবিস্ফোরকধারী মিসাইল রয়েছে, যা দিয়ে একইসাথে বিভিন্ন এলাকায় হামলা চালানো যায়। আজকের হামলার পর ঘটনাস্থলে বিভিন্ন স্থানে ছোট ছোট বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে, যা ইরানের সেই দাবিকে সত্য বলে ধারণা করা হচ্ছে।

এখনো নিশ্চিত নয় ইরান ঠিক কোন ধরনের মিসাইল ব্যবহার করেছে, তবে হামলার ধরণ দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি ছিল একটি কৌশলগত ও প্রযুক্তিনির্ভর আঘাত।

এ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews