1. dailybogratimes@gmail.com : admin :
খালেদা জিয়ার প্রত্যাবর্তনে রাজনৈতিক উত্তাপ, সরকারের ওপর বাড়ছে চাপ - Daily Bogra Times
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে মা–শিশু সহায়তা কর্মসূচি কর্মশালা বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯% গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: রোগীর ঢল, চিকিৎসকের সংকট সংবিধান সংস্কারের জন্য গণভোটের পথে বাংলাদেশ, গেজেট প্রকাশিত শনিবার নুরে মাদিনা মাদ্রাসায় আসছেন বাংলার তারিক জামিল ও আযহারী আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ ‘লার্ন টু আর্ন’এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ বগুড়ায় প্রথম সফল কমলা বাগান, অনুপ্রাণিত শত কৃষক বগুড়ায় এলসি বন্ধ হলে একদিনেই বাড়ে মশলার দাম, তৈরি হয় কৃত্রিম সংকট

খালেদা জিয়ার প্রত্যাবর্তনে রাজনৈতিক উত্তাপ, সরকারের ওপর বাড়ছে চাপ

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৬ Time View
খালেদা জিয়ার প্রত্যাবর্তনে রাজনৈতিক উত্তাপ, সরকারের ওপর বাড়ছে চাপ
print news

ঢাকা, ৭ মে ২০২৫: চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে বলেছে, খালেদা জিয়ার দেশে ফেরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে নতুন করে চাপ তৈরি করবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একজন অসুস্থ ও অভিজ্ঞ রাজনীতিবিদের প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়াবে এবং বিরোধী শিবিরকে সংগঠিত করতে সহায়তা করবে।

এদিকে কাতারভিত্তিক আল জাজিরাও এক প্রতিবেদনে বলেছে, লন্ডনে চিকিৎসার পর বেগম জিয়ার দেশে ফেরার ঘটনা নির্বাচনের নির্ধারিত সময় ঘোষণার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের জন্য এটি এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সময়।

ভারতের টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে, “যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।” প্রতিবেদনটিতে বলা হয়, বিরোধী দলগুলোর মধ্যে এক নতুন আশাবাদের সঞ্চার হয়েছে তার ফেরা ঘিরে।

বিমানবন্দরে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা জানান, “ম্যাডামকে ফিরে পেয়ে আমরা উজ্জীবিত। তিনি আমাদের শক্তি ও অনুপ্রেরণার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারে আবারও তার নেতৃত্বের প্রয়োজন।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার দেশে ফেরার মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন এক মেরুকরণ শুরু হতে পারে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো এখন আরও সক্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews