1. dailybogratimes@gmail.com : admin :
গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা  - Daily Bogra Times
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত এক ভূরুঙ্গামারী  উপজেলার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন  ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু শেরপুরে মহাসড়কে উল্টোপথে যানবাহন, বাড়ছে মিত্যু ঝুঁকি জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ : কুয়েতের বিজ্ঞান কেন্দ্র সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে দুই নির্মান শ্রমিক নিহত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন, পাবে ৪৫ হাজার ২২৫ জন শিশু

গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা 

মোরশেদ মুন্নাঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ Time View
গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা 
print news

সলঙ্গা (সিরাজগঞ্জগন্জ) প্রতিনিধি – সিরাজগঞ্জের সলঙ্গা সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের টারুটিয়া এলাকায় গৃহবধূকে কুপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা। 

মামলা সূত্রে জানাজায়,  সলঙ্গা থানার টারুটিয়া এলাকার সাদেক হাজীর ছেলে আলআমিন হোসেন (৩৫) একই এলাকার  রহিম উদ্দিনের পূত্রবধুকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে রহিম উদ্দিন বিষয়টি আলআমিনের পরিবার ও এলাকার গন্যমান্য বাক্তিবর্গকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে আলআমিন ও তার পরিবারের লোকজন ১৩ ফ্রেব্রয়ারী সকালে আব্দুর রহিম ও তার পরিবারের লোকজনের উপর আতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রহিম (৭০), ও তার ছেলে রজব আলী (৪০) গুরুতর আহত হয়। 

এ ঘটনায়  ১৮ ই ফ্রেব্রয়ারী রহিম উদ্দিন  বাদী হয়ে সিরাজগঞ্জ সলঙ্গা থানা আমলী আদালতে ১৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

 রহিম উদ্দিন জানান, আল-আমীন দীর্ঘদিন ধরে আমার ছেলে রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পর আমি আল-আমীনের পরিবার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে,  তারা বিচার দিবে বলে কালক্ষেপণ করে। 

আমার ছেলে রজব আলী থানাতে গিয়েছিল অভিযোগ দিতে। ফের তারা বিচারের আশ্বাস দিলে অভিযোগ না করে বিচারের আশায় ছিলাম।  শালিস বসতে কেন দেরি করছে জানতে চাওয়ায় আল-আমীন ও তার বড় ভাইদের সাথে ঘটনার দিন  সকালে  আল-আমীন ও বড় ভাইদের সাথে কথা-কাটাকাটি হয়। 

পরে মাদ্রাসায় আমার ছেলেকে একা পেয়ে  আল-আমীন ও তার  ভাইয়েরা সহ  পরিবারের লোকজন  আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে হাত ভেঙ্গে দেয়। পরে আবার আমাকে একা পেয়ে  বেধরক মারপিট করে ও হত্যার হুমকি দেয়। 

আমি এখন কিছুটা সুস্থ্য হলেও আমার ছেলে রজব আলী হসপিটালেই আছে। তার হাত ভেঙ্গে গিয়েছে অপারেশন করা  হয়েছে। 

আর মাথায় দা দিয়ে কোপ দিয়েছিল সেখানেও নিয়মিত ড্রেসিং চলছে। মাথার  উন্নত চিকিৎসার জন্য ডাঃ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নিতে বলেছে। 

আমি এলাকায় বিচার না পেয়ে কোর্টে  মামলা করেছি। আমি আল আমিনের শাস্তি ও  সুষ্ঠ্য বিচার আশা করছি। 

এ ব্যপারে জানতে  আল-আমিন হোসেনের খোজ নিতে গেলে তাকে পাওয়া যায় নি। 

আল-আমীনেরের বড় ভাই আয়চাঁন আলী বলেন,  আমার ছোট ভাই রজবের স্ত্রীকে কু প্রস্তাব দিয়েছিল এ নিয়ে  একটু সমস্যা হয়েছিল। তারা বিচার চেয়েছিল কিন্তু আমাদের শালিশে বসতে একটু দেরি হওয়ায় তারা আল-আমীনকে প্রথমে পায়ে  মেরেছিল। পরে আমরা তাদের মেরেছিলাম। পরে শুনেছি রজবের হাত ভেঙ্গে গিয়েছে হাসপাতালে আছে। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews