1. dailybogratimes@gmail.com : admin :
গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় ও ভিডিও প্রদর্শনী - Daily Bogra Times
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম

গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় ও ভিডিও প্রদর্শনী

মোঃ জুলহাজুল কবীর -
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ Time View
গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় ও ভিডিও প্রদর্শনী
print news

নবাবগঞ্জ, দিনাজপুর। দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলার ৭নং দাউদপুর  ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি  মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব,  সকল ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, সমাজসেবক, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, ইমাম, পুরোহিত, আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় নেতা এবং নারী নেত্রীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এছাড়া, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিতদের গ্রাম আদালতের কার্যপ্রণালী সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলে একমত হন যে, গ্রাম আদালতের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা অপরিহার্য। তারা গ্রাম আদালতের সুষ্ঠু পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews