1. dailybogratimes@gmail.com : admin :
ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী - Daily Bogra Times
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট, দিনাজপুর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ Time View
ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী
print news

ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সা¤প্রতিক সময়ে সর্বত্র
গাঁজার গন্ধ ছড়িয়ে পড়েছে। অভিযোগ করছেন
স্থানীয়রা। গাঁজাসেবীদের দৌরাত্মে
অতিষ্ঠ অবিভাবক
মহল।
গ্রাম-গঞ্জ,হাট-বাজার, রাস্তা-ঘাট, এমনকি
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও গাঁজার ধোঁয়ার গন্ধ গন্ধ
ছড়িয়ে পড়েছে। গাঁজার নেশায় জড়িয়ে পড়ছে উঠতি
বয়সের কিশোর,তরণ,যুবক স্কুল কলেজের শিক্ষার্থীসহ
বয়স্করা। যা অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ
সৃষ্টি করেছে।
অনেকে অভিযোগ করছেন, কিছু অসাধু ব্যক্তি
প্রকাশ্যেই গাঁজা সেবন করছে এবং আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে।
বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে। তাই
আইনশৃংলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে কঠোর
অবস্থানে থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখতে হবে বলে
মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, ্য়ঁড়ঃ;শিক্ষার্থীদের
নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদকের বিস্তার
রোধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।্য়ঁড়ঃ;

এলাকাবাসী দ্রæত পদক্ষেপ গ্রহণের আহŸান জানিয়ে
প্রশাসনের কার্যকরী ভ‚মিকা আশা করছেন, যাতে ভবিষ্যৎ
প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ্ধসঢ়;অফিসার ইনচার্জ ওসি
মোঃ নাজমুল হক বলেন, ্য়ঁড়ঃ;আমরা মাদকের বিরুদ্ধে কঠোর
অবস্থানে রয়েছি। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান ্ধসঢ়;অব্যাহত রয়েছে।্য়ঁড়ঃ;

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews