জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- ২৩ জানুয়ারি, ২৫ জয়পুরহাটে ৯ দফা দাবিতে পুলিশ সুপার কার্যালয় ও জেলা আইনজীবী ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে অবস্থান ও বিক্ষোভ করে। এরপর সেখান থেকে জেলা আইনজীবী ভবনের সামনে এসে তারা একই কর্মসুচি পালন করেন।
এসময় ছাত্র প্রতিনিধি, নিয়ামুর রহমান নিবিড়, মুবাশশির আলী শিহাব, কে এম সাজিন, ফারজান হোসেন, মোহতাসিম মিনাল,এহছান আহম্মেদ নাহিদ, মাইনুল ইসলাম রিসালাত বক্তব্য রাখেন।
কর্মসূচিতে ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বাহিরে ঘোরাফেরা করা স্বত্বেও পুলিশ কেন নিরব ভূমিকা পালন করছে? ছাত্রলীগ দ্বারা পরিচালিত কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্তেও কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। পুলিশ বিভিন্ন কাজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখেছে। আন্দোলনে যে সকল পুলিশ গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে আরো পদন্নোতি দেওয়া হয়েছে। এছাড়া যেসব আসামীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে। এজন্য জামিনকৃত আসামিদের দ্রæত বিচারের ব্যবস্থা করতে হবে।