ডায়াবেটিস রোগীদের উপযোগী স্বল্প কার্বোহাইড্রেটসম্পন্ন নতুন জাতের ধান— ব্রি ধান-১০৫— চাষে সফল হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার যাতাহারা গ্রামের কৃষক জাকির খান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই ‘ডায়াবেটিক ধান’ চাষ করে তিনি পেয়েছেন আশানুরূপ ফলন।
কৃষি বিভাগের তত্ত্বাবধানে ৫০ শতক জমিতে প্রদর্শনী প্লট হিসেবে আবাদ করা এই ধান রোগবালাইমুক্ত ও অধিক ফলনশীল বলে জানিয়েছেন কৃষক জাকির। তিনি বলেন, “একই খরচে অন্যান্য জাতের চেয়ে ফলন বেশি পেয়েছি। বিঘাপ্রতি ২৮ মণ ধান উঠেছে।”
স্থানীয় কৃষক এনামুল হক জানালেন, জাকিরের খেত দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছেন। আগামী মৌসুমে নিজেও তিন বিঘা জমিতে ব্রি ধান-১০৫ চাষ করার পরিকল্পনা করছেন।
মাঠ দিবস উপলক্ষে সম্প্রতি খানপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃষিবিদরা জানান, এই ধান ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী হওয়ার পাশাপাশি দেশের পুষ্টি নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, “ব্রি ধান-১০৫ হলো একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (GI)-সম্পন্ন জাত, যা রোগবালাই রোধে সক্ষম এবং প্রতি হেক্টরে ৭.৬ থেকে ৮.৫ টন পর্যন্ত ফলন দেয়।”
কৃষি কর্মকর্তাদের মতে, দেশের ক্রমবর্ধমান ডায়াবেটিস রোগীর কথা মাথায় রেখে উদ্ভাবিত এই ধান দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে, যদি পর্যাপ্ত বীজ সরবরাহ নিশ্চিত করা যায়।