1. dailybogratimes@gmail.com : admin :
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সঃ আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Daily Bogra Times
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সঃ আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ Time View
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সঃ আজিজুল হক কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
print news

জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইন সমূহের যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারি আজিজুল হক কলেজে “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সরকারি আজিজুল হক কলেজ” ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলের পূর্বে অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জয় ভৌমিকের সভাপতিত্বে এবং উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী মুশফিক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন একাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাব্বির আহম্মেদ রাজ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী  নিয়তি সরকার নিতু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশে অব্যাহত ধর্ষণ, যৌন নিপীড়ন,সামাজিক নিরাপত্তায় সরকারের উদাসীনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাই প্রমাণ করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা। শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে যাচ্ছে অথচ এখনও পুলিশ নির্বিকার,সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু তারা যেন ঠুঁটো জগন্নাথ। অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা পরিপূর্ণ কর্মকাণ্ডের কারনে দেশে এক আতঙ্কজনক অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ ঘর থেকে বের হতেও আতঙ্কিত বোধ করছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের চাওয়া এটি ছিল না। আন্দোলনের মাঠে যেখানে নারীদের অবস্থান ছিলো পুরুষদের সমান কিংবা বেশি সেখানে নারীদের উপর নেমে আসা নিপীড়ন অথবা ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা সামাজিক নিরপত্তা যে দেশে নাই তারই নগ্ন বহিঃপ্রকাশ। আমাদের মা, বোন, সহযোদ্ধারা আন্দোলনের ভ্যানগার্ড হয়ে ছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ইন্টেরিম সরকারের অথর্ব উপদেষ্টা যে ব্যর্থ তা আর বলার অবকাশ রাখে না।”

সমাবেশে বক্তারা আরও বলেন, “সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগে বিভিন্ন গোষ্ঠী তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়। এই ঘোলাটে পরিস্থিতির কারণে দেশে বিচার বহির্ভূত হত্যা বৃদ্ধির শঙ্কা প্রকাশ করেন।”

 তারা আরও যুক্ত করেন৷  “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সরকারি আজিজুল হক কলেজ” নামের যে প্লাটফর্ম উন্মোচিত হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে পরবর্তীতে যেকোন ধরনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে। উক্ত প্ল্যাটফর্মে সরকারি আজি জুল হক কলেজের সকল শিক্ষার্থীকে দল মত নির্বিশেষে যুক্ত হওয়ার আহ্নবান জানানো হয়।

এছাড়া অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ সারাদেশে দ্রুত আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিপীড়ন বিরোধী সেল গুলোকে সক্রিয় করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় সমাপ্ত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews