বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়, এটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে আবার খেজুরতলাস্থ কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে দুপুর ১২টায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়র হোসেন পিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।