1. dailybogratimes@gmail.com : admin :
নাগেশ্বরীতে যুব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত - Daily Bogra Times
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে ৪৬ টি গরু বিতরণ ১০ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে পানি দিচ্ছে বিএমডিএ জয়পুরহাটে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ বসতবাড়ির দরজায় তালা ঝুলিয়ে উধাও মহাদেবপুরে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক কমিটি গঠিত সরকারে থাকার খায়েশ থাকলে পদ ছেড়ে নির্বাচনে আসুন : যশোরে মির্জা ফখরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ  ৭১-এ স্বাধীনতার বিরোধীতা এখনও ষড়যন্ত্র করছেন : পাবনায় ইকবাল হাসান মাহমুদ টুকু মশাল প্রজ্জ্বলন করে তিস্তা বাঁচানোর দাবি জয়পুরহাটে হোটেল ও রেস্তোরা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাগেশ্বরীতে যুব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর-
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ Time View
নাগেশ্বরীতে যুব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত
print news

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ২দিন ব্যাপি ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (টেলিথন) এর আর্থিক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় প্রজেক্ট অফিসে এ অনুষ্ঠান হয়।

প্রশিক্ষণ শেষে যুব সংগঠন গুলোর নিকট থেকে বাল্যবিবাহের নেপথ্যের কারণসমূহ চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে বিশেষ করে কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহ এবং জোড়পূর্বক বিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে স্থানীয়-টেকসই-

ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রকল্পটি প্রস্তাবনা আহবান করা হয়। এর আলোকেই তিন উপজেলার ৩১টি যুব সংগঠন প্রকল্প প্রস্তাবনা দাখিল করেন। প্রকল্প প্রস্তাবগুলো যাচাই বাছাই শেষে প্রথম পর্যায়ে নাগেশ্বরী পৌর যুব সংগঠন, বামনডাঙ্গা ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, রাংগঞ্জ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, তিলাই ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, শিমুলবাড়ী ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনমিলে ৫টি যুব সংগঠন চুড়ান্ত ভাবে নির্বাচিত হয় এবং প্রত্যেক যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে চিক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রোজেক্ট কো- অর্ডিনেটর মোহাম্মদ মাহমুদুল হাসান, লিডারশিপ সিএনবি প্রকেল্পর টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী প্রমুখ।

জেলার ৯ উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে যুব সংগঠনকে শক্তিশালী করে বিদ্যমান বৈষম্যমূলক নিয়ম, মূল্যবোধ ও অনুশীলনের পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নেতৃত্বের প্রচার করা। মেয়েদেরকে মেন্টরশিপ প্রদান করা যাতে করে তারা নিজেদের পক্ষে দাঁড়াতে পারে এবং তাদের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে। যুবদের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাদের নিজেদের জীবনের দায়িত্ব নেওয়ার লক্ষ্যে তাদের কণ্ঠস্বর শোনানোর জন্য তাদের জড়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের পরিবার এবং সমাজের মধ্যে পরিবর্তনের মূল এজেন্ট হতে পারে। বাল্যবিবাহ প্রতিরোধে চিহ্নিত সমাস্যা বা বাধাগুলি সমস্যা সমাধানে যুব সংগঠনের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করা এবং নীতিনির্ধারকগণকে প্রভাবিত করবে। যুবরা, বিশেষ করে মেয়েরা জেন্ডার নিয়মকে চ্যালেঞ্জ করবে যা ব্যবহারিক চ্যালেঞ্জ এবং বাধাগুলি প্রতিরোধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজের পরিচয়, সমাজ তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews