মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তির পরিচয়: আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ জেলার শুভ্রডা গ্রামের মৃত রাম দাশের ছেলে শ্রী সুভাষ দাশ (৬২) এবং জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের মৃত রবি চন্দ্র দাশের ছেলে শ্রী দিলীপ চন্দ্র দাশ (৪২)।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধীন কয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাদের আটক করে। কয়া বিওপি ক্যাম্প কমান্ডার মোঃ নাইমুল ইসলাম জানান, উপজেলার বাগজানা ইউনিয়নের ভুইডোবা সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩ সাব পিলার এলাকা দিয়ে তারা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে সীমান্তে দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরবর্তীতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে অবৈধ সীমান্ত পারাপার অপরাধ আইনের মামলায় তাদেরকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির এই সফল অভিযানের ফলে সীমান্তে অনুপ্রবেশ রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।