1. dailybogratimes@gmail.com : admin :
পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিব গ্রেফতার। - Daily Bogra Times
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম

পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিব গ্রেফতার।

মোঃ আল-আমিন ঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View
পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিব গ্রেফতার।
print news

জয়পুরহাট প্রতিনিধি। ২২জানুয়ারী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত, সাবেক সহ-সভাপতি  ও ২ বারের সফল পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র , আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১জানুয়ারি) আত্মগোপনে থাকা  ঢাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬দিগে তেজগাঁও শিল্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও হত্যা চেষ্টার ৬টি মামলা রয়েছে। ঢাকায় গ্রেফতার হওয়া  মেয়র হাবিব এর তথ্য টি জয়পুরহাট সদর থানার ডিবি  ওসি আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়  গেছে, (হাবিবুর রহমানের স্ত্রী) গত ৫ আগস্ট এর পরে তার নামে হওয়া মামলার জামিন নিতে , ঢাকা হাইকোর্টের যায়। সেখান থেকে ফেরার পথে আনুমানিক বৈকাল চারটার দিকে কে বা কাহারা তাকে অপহরণ করে নিয়ে যায় । অপহরণের পর তার স্ত্রী কাছ থেকে (মুক্তিপণ )টাকা দাবি করা হয়। অপহরণকারীদের ঠিকানা মোতাবেক সেখানে গেলে তারা বারবার পথ পাল্টে নেয়। সাবেক  মেয়র হাবিবুর রহমানের স্ত্রী বাধ্য হয়ে ডিবি পুলিশের সহযোগিতা নেয়। স্ত্রীর তথ্য অনুযায়ী সেখানে গেলে , ডিবি পুলিশের টের পেয়ে অপহনকারীরা পালিয়ে যায় এবং মেয়ের হাবিবুর রহমান হাবিবকে ডিবি পুলিশ তেজগাঁও থানায় সোপর্দ করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে গুলিতে নিহত হন জেলার পাচবিবি কারিগরি কলেজের ছাত্র নজিবুল সরকার ওরেফ বিশাল এবং জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার শেখপাড়া মহল্লার অটোরিকশাচালক মেহেদী হাসান। নিহত কলেজছাত্র বিশালের বাবা মজিবুল সরকার এবং নিহত অটোরিকশাচালক মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় দুটি হত্যা মামলা করেন। এ দুটি হত্যা মামলাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে আরও ৪টি মামলা করেন আহত শিক্ষার্থীরা। এসব মামলায়ও আসামি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব ।সেখান থেকে জয়পুরহাটে তার বিরুদ্ধে হাওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বলেন, তার বিরুদ্ধে দুটি হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে জয়পুরহাট সদর থানায় নেওয়া হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews