কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায়,যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে ২১শের প্রথম প্রহরে ১৯৫২-এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান“জিয়া সাইবার ফোর্স” ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রোকনুজ্জামান মিয়া লাকু সাধারণ সম্পাদক শাহীন আলম পেয়ারা সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ মাটির বীর সন্তান। সারাদেশের মানুষ আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে শহীদ মি নারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।