কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীত বুধবার ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলার দুটি সাংগঠনিক থানা শাখায় যথাক্রমে ফুলবাড়ী পুর্ব ও পশ্চিম শাখায় উপশাখা দায়িত্ব শীলদের নিয়ে অর্ধ দিন ব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
উভয় প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল কাদের বিএসি, শিবিরের কুড়িগ্রাম জেলা আইন সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, সাবেক শিবিরের কেন্দ্রীয় সহকারী বিতর্ক সম্পাদক মোঃ আব্দুল হালিম রানা, ফুলবাড়ি উপজেল শিবিরের সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন, রোকোনুজ্জামান রতন, তাজুল ইসলাম।
ফুলবাড়ি পশ্চিম শাখা শিবিরের সেক্রেটারি সবুজ ইসলামের সঞ্চালনায় উক্ত প্রোগ্রাম দুটির সভাপতিত্ব করেন যথাক্রমে ফুলবাড়ি পুর্ব শাখা শিবিরের সভাপতি মোঃ আতাউর রহমান ও ফুলবাড়ি পশ্চিম শাখা শিবিরের সভাপতি মোঃ মিরাজ হোসেন।
অনুষ্ঠানে ভিন্ন বক্তাগন ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ধারাবাহিক ভাবে আলচনা পেশ করেন। এসময় উভয় প্রোগ্রামের ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা শিবিরের বিভিন্ন উপশাখা ওয়ার্ড, ও উপজেলার ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখার সভাপতি সেক্রেটারি সহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী।