1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, শেরপুরে ৩ হাজার ৬৯২ জন - Daily Bogra Times
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

বগুড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, শেরপুরে ৩ হাজার ৬৯২ জন

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬৩ Time View
রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বগুড়া জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৫ জুন)। জেলার ৬৩টি কেন্দ্রে এবার মোট ৩৩ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে এইচএসসি ও ভোকেশনাল পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং আলিম পরীক্ষায় কুরআন মাজীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি সাধারণ ধারায় ৩৩টি কেন্দ্রে ২৫ হাজার ৯১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৯৪৬ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৭২ জন। আলিম পর্যায়ে ১৪টি কেন্দ্রে ২ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১ হাজার ১১২ জন। এছাড়া, এইচএসসি বিএমটি/ভোকেশনাল শাখায় ১৬টি কেন্দ্রে ৪ হাজার ৮০৫ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৩৮২ জন এবং ছাত্রী ১ হাজার ৪২৩ জন। বগুড়া জেলার শেরপুর উপজেলায় এ বছর ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে শেরপুর সরকারি কলেজে ১ হাজার ৫৬৮ জন (ছাত্র ৭০৫, ছাত্রী ৮৬৩), শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজে ১ হাজার ১৯ জন, শহিদিয়া আলিয়া মাদ্রাসায় ২১৫ জন (ছাত্র ১০০, ছাত্রী ১১৫), এবং শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ৮৯০ জন (ছাত্র ৬৭৫, ছাত্রী ২১৫) পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। উল্লেখ্য, শেরপুর সরকারি ডি.জে মডেল উচ্চ বিদ্যালয়কে এ বছর ভেন্যু কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, “সকল কেন্দ্রে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
print news

স্টাফ রিপোর্টার, বগুড়া:
রাজশাহী ও অন্যান্য শিক্ষা বোর্ডের আওতায় বগুড়া জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৫ জুন)। জেলার ৬৩টি কেন্দ্রে এবার মোট ৩৩ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে এইচএসসি ও ভোকেশনাল পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং আলিম পরীক্ষায় কুরআন মাজীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি সাধারণ ধারায় ৩৩টি কেন্দ্রে ২৫ হাজার ৯১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৯৪৬ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৭২ জন। আলিম পর্যায়ে ১৪টি কেন্দ্রে ২ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১ হাজার ১১২ জন।
এছাড়া, এইচএসসি বিএমটি/ভোকেশনাল শাখায় ১৬টি কেন্দ্রে ৪ হাজার ৮০৫ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৩৮২ জন এবং ছাত্রী ১ হাজার ৪২৩ জন।

বগুড়া জেলার শেরপুর উপজেলায় এ বছর ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে শেরপুর সরকারি কলেজে ১ হাজার ৫৬৮ জন (ছাত্র ৭০৫, ছাত্রী ৮৬৩), শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজে ১ হাজার ১৯ জন, শহিদিয়া আলিয়া মাদ্রাসায় ২১৫ জন (ছাত্র ১০০, ছাত্রী ১১৫), এবং শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ৮৯০ জন (ছাত্র ৬৭৫, ছাত্রী ২১৫) পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, শেরপুর সরকারি ডি.জে মডেল উচ্চ বিদ্যালয়কে এ বছর ভেন্যু কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, “সকল কেন্দ্রে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews