বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ গত শুক্রবার বিকেলে রূপ নিয়েছিল বাইকারদের উচ্ছ্বাস আর বন্ধুত্বের এক মহামিলনের কেন্দ্রবিন্দুতে। ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াই আর সি) বগুড়া টেরিটোরির আয়োজনে অনুষ্ঠিত “মিড পয়েন্ট মিট-আপ ২০২৫” ছিল বাইকিংয়ের প্রাণবন্ত উৎসব। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে শেরপুর, বগুড়া, দুপচাঁচিয়া, নওগাঁ, সাপাহার, নজিপুর ও জয়পুরহাটের সাতটি ওয়াই আর সি’র ২৫০ জনের বেশি বাইকারের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় এক মুগ্ধকর মোটরসাইকেল র্যালি। ২৫০টিরও বেশি বাইক নিয়ে এই র্যালি চারমাথা ফ্লাইওভার ঘুরে ফিরে আসে টিএমএসএস মাঠে, যা বগুড়ার রাস্তায় এক দৃষ্টিনন্দন বাইক প্যারেডে রূপ নেয়। ইঞ্জিনের গর্জন আর রাইডারদের উৎসাহে শহরের আকাশে উৎসবের জোয়ার বয়ে যায়।
ইভেন্টের আকর্ষণ ছিল একের পর এক চমক। এফ জেড এস-২৫০ সিসির টেস্ট রাইডে বাইকাররা নতুন বাইকের রোমাঞ্চ উপভোগ করেন। বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে ছিল হাসি-ঠাট্টা আর প্রতিযোগিতার মজা। জমজমাট কনসার্ট আর র্যাফেল ড্র’র উত্তেজনা ইভেন্টকে নিয়ে যায় অন্য উচ্চতায়।
আয়োজনটির নেতৃত্বে ছিলেন ইয়ামাহা এসি আই লিমিটেডের আর এস এম (নর্থ জোন) কাজী সাইফ এবং সিনিয়র টেরিটোরি অফিসার সাইফুল হাসান সাইফ। উপস্থিত ছিলেন শেরপুর ওয়াই আর সি’র অ্যাডমিন মুজাহিদ, বগুড়া উত্তরা বাইক সেন্টারের কর্ণধার আবু মোত্তালেব মানিকসহ বিভিন্ন জেলার অ্যাডমিন ও বাইকাররা।
এই মিট-আপ শুধু বাইকিংয়ের উৎসবই নয়, বাইকারদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অসাধারণ উদযাপন। বগুড়ার বাইকিং ইতিহাসে এই দিনটি সোনালি অক্ষরে লেখা থাকবে।