1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু - Daily Bogra Times
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭১ Time View
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
print news

বগুড়ায় আসন্ন ঈদুল আজহায় কুরবানির জন্য ৭ লাখ ৪৬ হাজার ৮৪২টি পশু প্রস্তুত । আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার কুরবানির জন্য জেলার ১২ উপজেলার বিভিন্ন এলাকায় প্রস্তুত করা হয়েছে, ৭ লাখ ৪৬ হাজার ৮৪২টি বিভিন্ন ধরনের পশু। গত বছর ছিল ৭ লাখ ৩৪ হাজার ৪১৫টি। গত বছরের তুলনায় এবার চাহিদা উদ্বৃত্ত রয়েছে ১২ হাজার ৪২৭টি পশু। গত বছর জেলায় খামারির সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৫৩ জন। এ বছর ২ হাজার ৬৯৩ জন বেড়ে হয়েছে, ৫১ হাজার ১৪৬ জন। তারাই কুরবানির জন্য বেশীরভাগ পশু প্রস্তুত করেছেন।

বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিস সূত্র জানায়, জানা যায়, এ বছর প্রস্তুত করা পশুর সঙ্গে কুরবানির পশুর চাহিদাও বেড়েছে। গত ঈদে পুরো জেলায় পশুর চাহিদা ছিল ৭ লাখ ৫ হাজার ২৬০টি। এবার চাহিদা ধরা হয়েছে, সাত লাখ নয় হাজার ১০টি। যা গত বছরের চেয়ে ৩ হাজার ৮৫০টি বেশি। মজুত পশুর মধ্যে ষাঁড় ১ লাখ ৯৩ হাজার ৫৯৯টি, বলদ গরু ৪২ হাজার ৭৪৬টি, গাভি ৮০ হাজার ৪২৬টিসহ মোট গরুর সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭৭১টি। এছাড়াও মহিষ দুই হাজার ৩০৪টি, ছাগল তিন লাখ ৮০ হাজার ৬৩২টি ও ভেড়া ৪৭ হাজার ১৪০টি।

ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর সরকারি ও বেসরকারিভাবে পশু উৎপাদনে জোর দেয় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এতে দেশে উৎপাদিত পশু দিয়ে কুরবানি ও সারা বছর খাওয়ার মাংসের চাহিদা মিটছে। খাদ্য ও পশু লালন পালনের খরচ বৃদ্ধি পাওয়ায় সবার প্রত্যাশিত বরাদ্দে কাঙ্ক্ষিত পশু মিলছে না। এতে মধ্যবিত্ত পরিবারের লোকজন কুরবানির পশু কেনা নিয়ে সংকটে পড়বেন। গত বছর ১০০ কেজি ওজনের কুরবানির পশু প্রস্তুত করতে যে খরচ করতে হয়েছিল এবার তার সঙ্গে অন্তত ৩০ শতাংশ যোগ করতে হবে। ফলে কুরবানির হাট-বাজারে পশুর দাম স্বাভাবিকভাবেই বাড়বে।

অন্যদিকে, শেরপুর উপজেলায় পশুর চাহিদা ৬৭ হাজার ৩৫২ টি, প্রস্তুত আছে ৭৫ হাজার ১৪২ টি পশু । এ মধ্য ষাঁড় গরু রয়েছে ২৩ হাজার ২৩৭ , বলদ গরু ৭৪৭৩ টি, গাভী ৪ হাজার ৩৩৯, মহিষ ১৬০, ছাগল ৩৬ হাজার ৪১২, ভেরা আছে ৩৫২১ টি। শেরপুর উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে পশুর হাট মোট বসবে ১১ টি। উপজেলায় পশু পালনের সাথে যুক্ত আছেন প্রায় সাড়ে ৬ হাজারের মতো খামারি ।

জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৮৭টি পশুর হাট বসবে ঈদকে সামনে রেখে। রাস্তায় হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে প্রতিটি উপজেলায় প্রশাসনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

খামারিরা জানান, ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় দেশীয় উৎপাদনের ওপর নির্ভরতা বেড়েছে। এতে একদিকে যেমন দেশীয় খামারিরা লাভবান হচ্ছেন, অন্যদিকে দেশে মাংসের চাহিদাও পূরণ হচ্ছে। দেশ অর্থনৈতিক লাভবান হচ্ছে। তবে পশু সরবরাহ পর্যাপ্ত থাকলেও, খাদ্য ও লালন-পালন খরচ বৃদ্ধির কারণে মধ্যবিত্ত পরিবারগুলো কোরবানির পশু কেনা নিয়ে কিছুটা সংকটে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। গত বছরের তুলনায় এ বছর ১০০ কেজি ওজনের পশু প্রস্তুত করতে অন্তত ৩০ শতাংশ বেশি খরচ হয়েছে বলে খামারিরা জানিয়েছেন। ফলে কোরবানির হাটবাজারে পশুর দাম স্বাভাবিকভাবেই একটু বাড়তি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

শেরপুরের খামারি নাসির বলেন, ‘গরুর খাবার, ওষুধ ও শ্রমিক মজুরি সবকিছুর দাম বেড়েছে। গত বছর যে গরু ৫০ হাজার টাকায় প্রস্তুত করেছি, এবার সেটাই ৬৫-৭০ হাজারে পড়বে বলে তিনি জানান।’

শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়ায কাযমীর রহমান বলেন, ‘খামারিরা এখন অনেক বেশি সচেতন ও দক্ষ। আমরা নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। ফলে স্থানীয় পর্যায়ে পশু উৎপাদন বেড়েছে, যা কোরবানির চাহিদা পূরণে সহায়ক হবে।’

বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার (DLO) ড. আনিছুর রহমান জানিয়েছেন, রাস্তার পাশে কোনো হাট বসতে দেওয়া হবে না এবং এ বিষয়ে প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews