বগুড়া, ১৪ মে ২০২৫: বগুড়ার সাতমাথা ও শহিদ খোকন পার্কে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের একটি কর্মসূচির সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির সঙ্গে পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তেজনা সৃষ্টি হয়। ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতাকর্মীরা জানান, তারা ফ্যাসিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করতে সাতমাথায় সমাবেশের আয়োজন করেছিল। এ সময় উদীচীর কর্মসূচির কারণে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
ফ্যাসিবাদবিরোধী মঞ্চের একজন মুখপাত্র দাবি করেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং তারা জাতীয় সংগীতের বিরোধিতা করেনি। বরং, উদীচীর কিছু নেতাকর্মীর উস্কানিমূলক আচরণের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়। তারা অভিযোগ করেন, উদীচীর কার্যক্রমে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের সদস্যদের ওপর হামলার চেষ্টা হয়েছিল, যা পুলিশের হস্তক্ষেপে প্রতিরোধ করা সম্ভব হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, উভয় সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতারা দাবি করেন, তারা স্বাধীনতার মূল্যবোধ ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধাশীল। তবে, তারা অভিযোগ করেন যে উদীচীর কিছু কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল, যা তাদের কর্মসূচির সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। তারা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার দাবি জানিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
সামাজিক মাধ্যমে কিছু পোস্টে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের বিরুদ্ধে জাতীয় সংগীতের সময় উস্কানিমূলক শ্লোগান দেওয়ার অভিযোগ উঠলেও, মঞ্চের নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, এ ধরনের অভিযোগ তাদের ইমেজ ক্ষুণ্ন করার জন্য ছড়ানো হচ্ছে।
ঘটনার পর ফ্যাসিবাদবিরোধী মঞ্চ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করেছে এবং ভবিষ্যতে এ ধরনের উত্তেজনা এড়াতে সংলাপের আহ্বান জানিয়েছে।