পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বগুড়ার বাজারে বেগুনের দাম বেড়েছে। রোজার আগে যে বেগুনের দাম ছিল প্রতি কেজি ২৫ টাকা, তা এখন বেড়ে ৪০ টাকায় পৌঁছেছে। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
বগুড়ার শেরপুরে বুধবার (৫ মার্চ) শেরুয়া বটতলা বাজার ঘুরে দেখা যায়, রমজানের আগে ২৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি হলেও বর্তমানে তা ৪০ টাকা। এছাড়া, অন্যান্য সবজির দামও তুলনামূলকভাবে বেড়েছে। লেবু প্রতি পিস ১০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৪০ টাকা, আলু ২৫ টাকা, গাজর ২০ টাকা, সাজিনা ২০০ টকা, করলা: ৬০-৭০ টাকা, শসা: ৩০-৪০ টাকা, টমেটো: ২০-৩০ টাকা, ঝিঙা: ৫০-৬০ টাকা, পটল: ৪০-৫০ টাকা, পেঁয়াজ: ৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা বলছেন, রমজানে বেগুনের চাহিদা বাড়ায় দাম বেড়েছে। রমজানে ইফতারের জন্য বেগুনী একটি মুখরোচক আইটেম হওয়ায় ইফতারের আয়োজনে তা থাকেই। তাই দাম একটু বেড়েছে।
বাজারের এক ক্রেতা, শহিদুল ইসলাম বলেন, “আমরা তো জানি, রোজায় সারা পৃথিবীতে দাম কমে আর বাংলাদেশে দাম বাড়ে, কিন্তু এতটা বাড়বে তা আশা করিনি।
বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন গৃহিণী নাজমা বেগম। তিনি বলেন, “আমি বাড়ির জন্য বাজার করতে এসেছি। কিন্তু এখন ভেবেও বুঝতে পারছি না, আগে যা ২৫ টাকায় কিনতাম, এখন কেন ৪০ টাকায় কিনতে হবে। এটা সত্যিই চিন্তার বিষয়।”
দোকানি মেহেদি হাসান বলেন, “সবজি ব্যবসায়ীরা সবাই একসাথে দাম বাড়াচ্ছে না, তবে কিছু কিছু বাজারে সংকটের কারণে দাম বাড়ানো হয়েছে। বেগুন ৪০ টকা বেচার কারন কারণ- সরবরাহ কম এবং চাহিদা বেশি”।