1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার গাবতলীতে ৪ জনকে কুপিয়েজখম : একজনের পায়ের রগ কর্তন - Daily Bogra Times
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে মা–শিশু সহায়তা কর্মসূচি কর্মশালা বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯% গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: রোগীর ঢল, চিকিৎসকের সংকট সংবিধান সংস্কারের জন্য গণভোটের পথে বাংলাদেশ, গেজেট প্রকাশিত শনিবার নুরে মাদিনা মাদ্রাসায় আসছেন বাংলার তারিক জামিল ও আযহারী আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ ‘লার্ন টু আর্ন’এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ বগুড়ায় প্রথম সফল কমলা বাগান, অনুপ্রাণিত শত কৃষক বগুড়ায় এলসি বন্ধ হলে একদিনেই বাড়ে মশলার দাম, তৈরি হয় কৃত্রিম সংকট

বগুড়ার গাবতলীতে ৪ জনকে কুপিয়েজখম : একজনের পায়ের রগ কর্তন

আমিনুল ইসলাম আকন্দ গাবতলী,বগুড়া
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭৮ Time View
বগুড়ার গাবতলীতে ৪ জনকে কুপিয়েজখম : একজনের পায়ের রগ কর্তন
print news


গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে পাপুল (৩২) নামের একজনের পায়ের রগ কেটে দেয়ায় আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে।

জানা গেছে, গাবতলীর নেপালতলী মধ্যপাড়া গ্রামের মৃত আ: গনি মন্টু মন্ডলের ছেলে জাকিউল মন্ডল (৩৮) ও তার ভাইদের সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ওই প্রতিপক্ষরা গত ৭ মার্চ বিকেলে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জাকিউল মন্ডলের বসতবাড়ীর সামনে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে। এ সময় জাকিউল মন্ডল ও তার ছোটভাই পাপুল বাধা দিলে ওই প্রতিপক্ষরা ধারালো চাপাতি দিয়ে পাপুলের পায়ের রগ কেটে দেয় এবং লোহার রড দিয়ে জাকিউল ও পাপুলকে বেধরক পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এ সময় জাকিউলের স্ত্রী নাজমা আকতার (৩২) এবং মেয়ে নিধি আকতার এগিয়ে এলে তাদেরকেও বেধরক পিটিয়ে শ্লীনতাহানী ঘটানো হয়।

এ ব্যাপারে গতকাল জাকিউল মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ জিয়াউল ইসলাম জুয়ের মন্ডল, জিন্নাতুল ইসলাম শুভ, সাজিদ, রাজিব প্রাং, রেহেনা আকতার, ববি আকতার ও সামাদ মন্ডলকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

এ ব্যাপারে মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews