1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার শিবগঞ্জে ফুলকপির কেজি ২ টাকা, কৃষকের নীরব কান্না - Daily Bogra Times
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে ৪৬ টি গরু বিতরণ ১০ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে পানি দিচ্ছে বিএমডিএ জয়পুরহাটে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ বসতবাড়ির দরজায় তালা ঝুলিয়ে উধাও মহাদেবপুরে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক কমিটি গঠিত সরকারে থাকার খায়েশ থাকলে পদ ছেড়ে নির্বাচনে আসুন : যশোরে মির্জা ফখরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ  ৭১-এ স্বাধীনতার বিরোধীতা এখনও ষড়যন্ত্র করছেন : পাবনায় ইকবাল হাসান মাহমুদ টুকু মশাল প্রজ্জ্বলন করে তিস্তা বাঁচানোর দাবি জয়পুরহাটে হোটেল ও রেস্তোরা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়ার শিবগঞ্জে ফুলকপির কেজি ২ টাকা, কৃষকের নীরব কান্না

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০ Time View
বগুড়ায় ফুলকপির কেজি ২ টাকা, কৃষকের নীরব কান্না
print news

নিত্যপণ্যর ঊর্ধ্বগতির বাজারে শীতকালীন সবজি ফুলকপি মিলছে মাত্র ৮০ টাকা মন বা ২ টাকা কেজিতে । বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্যতম বড় হাট মহাস্থানগড়, সেখানে পাইকারি সবজির দর নেমেছে সর্বনিম্ন পর্যায়ে । নীরবে কাদছে ফুলকপি চাষিরা

গতকাল শুক্রবার দুপুরে কথা হয় ফুলকপি চাষি সামছুল ইসলামের সাথে তিনি জানান, এক বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ ২০ হাজার টাকা আর উৎপাদন হয় প্রায় ৭০ মন । চলতি বছর প্রতি মন ফুলকপি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা । এতে কেজিতে পরছে ২ টাকা । এবার বড় ক্ষতিতে পরেছি।

গত বছর বিক্রি করেছিলাম ১১০০- ১২০০ টাকা মন তাতে লাভ হয়েছিল ২০ হাজার টাকা । 

বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে দোকানিরা ফুলকপি বিক্রি করছে ৮-১০ টাকা । এতে তারা লাভবানও হচ্ছে বেশ ।

আরেক পাইকারি বিক্রেতা অসিম বলেন, প্রতি বিঘায় খরচ ২০-৩০ হাজার টাকা আর বিক্রি করছি ১৫ হাজার টাকা । এবার বাজারে রেকর্ড কম দাম। কখনই এমন দেখি নাই।

অপরদিকে বাঁধাকপির বাজারেও ধ্বস । কৃষক আলম জানান, গতবছর বিক্রি করেছিলাম ২০-২৬ টাকা । এবার পাইকারি বিক্রি হচ্ছে ৮-১০ টাকা । আর খুচরা ১২-১৫ টাকা । প্রতি কেজি  বাঁধাকপির উৎপাদন খরচ পরে ৫-৬ টাকা।

কৃষিবিদ সাব্বির হোসেন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফুলকপির উৎপাদন বেশি হয়েছে । এটাও দাম কমার কারন হতে পারে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews