1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার শেরপুরে অটোরিক্সা ছিনতাই - Daily Bogra Times
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

বগুড়ার শেরপুরে অটোরিক্সা ছিনতাই

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View
বগুড়ার শেরপুরে অটোরিক্সা ছিনতাই
print news

বগুড়ার শেরপুরে অস্ত্রের আঘাতে হাতের কবজি কেটে ও মাথায় গুরুতর জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অটোরিকশা চালক উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. নাহিদ হোসেন।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শেরপুর উপজেলা পরিষদের মুল ফটকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পৌর শহরের ধুনটমোড় থেকে যাত্রীবেশী এক ছিনতাইকারী কলেজরোড যাওয়ার কথা বলে অটোরিকশায় উঠে। অটোরিকশাটি উপজেলা পরিষদের মুল ফটকে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারী চালককে ডান হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রাস্তায় চলাচলকারী স্থানীয় কয়েকজন গুরুতর জখম অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখতে পায়।

শেরপুর পুলিশ ফাঁড়ির এটিএসআই সাফিরুল ইসলাম রাতের ডিউটিতে বের হয়ে সেখানে পৌঁছলে আহত অটোরিকশা চালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায।

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, ওই অটোরিকশা চালকের ডান হাতের কবজি পুরোটাই কেটে অল্প একটু চামড়ার সঙ্গে লেগে আছে এবং বাম কানের ঠিক উপরে মাথায় গুরুতর জখন হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অটো উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews