1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার শেরপুরে বিনামুল্যা ৪১০ টি নারিকেল চারা বিতরণ - Daily Bogra Times
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে বিনামুল্যা ৪১০ টি নারিকেল চারা বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪১ Time View
বগুড়ার শেরপুরে বিনামুল্যা ৪১০ টি নারিকেল চারা বিতরণ
print news

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার শেরপুর উপজেলায় নারিকেলের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ৪১০টি নারিকেল চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের আয়োজনে এবং উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি থেকে ১৬ জন করে মোট ১৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থান ও প্রয়োজন অনুযায়ী ২৫০টি নারিকেল চারা বরাদ্দ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিক খান। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানসহ উপকারভোগী কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বিনামূল্যে চারা বিতরণ প্রকল্প কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং ফলজ গাছের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews