শেরপুর, বগুড়া, ১৯ মে ২০২৫: বগুড়ার শেরপুর থানা পুলিশ গতকাল রাতে বিস্ফোরক দ্রব্য আইনের অধীনে দায়েরকৃত একটি মামলায় রফিকুল ইসলাম (৫২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্র জানায়, গত ২ নভেম্বর ২০২৪ তারিখে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলা নং ০২ নথিভুক্ত হয়। এই মামলায় রফিকুল ইসলামকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ ১৮ মে ২০২৫ রাত ১২:১০ মিনিটের দিকে উপজেলার আন্দিকুমড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে রফিকুল ইসলামকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আজিজুর রহমান।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, “বিস্ফোরক দ্রব্য আইনের অধীনে রফিকুল ইসলামের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।”