বগুড়া থেকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী স্টেশন, পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে ১৯২০.১০ কোটি টাকার সরকারি অর্থ বরাদ্দ অবমুক্ত করেছে রেলপথ মন্ত্রণালয়।
২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৬ জুন রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব শফিউর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে বরাদ্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি অবহিত করা হয়।
উল্লেখযোগ্য যে, প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্যে আধুনিক রেলযোগাযোগ স্থাপনের পাশাপাশি ১১২ কিমি পথ কমে আসবে। মালামাল ও যাত্রী পরিবহনে গতিশীলতা আসবে গতি বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সরকারি আদেশে জানানো হয়, ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করার ক্ষেত্রে নির্ধারিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে দেশের রেল অবকাঠামোর উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।গত ৭ এপ্রিল থেকে জমি অধিগ্রহণের লক্ষে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন ২০১৭ এর ৭ ধারা মোতাবেক সংশ্লিষ্ট ভূমি মালিকদের নোটিশ প্রদান করেন। এর পর ৮ ধারা নোটিশ প্রদানের মধ্যদিয়ে অর্থ প্রদান শুরু হবে।