1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় - Daily Bogra Times
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৩ Time View
বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়
print news

বগুড়া থেকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী স্টেশন, পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে ১৯২০.১০ কোটি টাকার সরকারি অর্থ বরাদ্দ অবমুক্ত করেছে রেলপথ মন্ত্রণালয়

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৬ জুন রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব শফিউর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে বরাদ্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি অবহিত করা হয়।

উল্লেখযোগ্য যে, প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্যে আধুনিক রেলযোগাযোগ স্থাপনের পাশাপাশি ১১২ কিমি পথ কমে আসবে। মালামাল ও যাত্রী পরিবহনে গতিশীলতা আসবে গতি বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সরকারি আদেশে জানানো হয়, ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করার ক্ষেত্রে নির্ধারিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে দেশের রেল অবকাঠামোর উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।গত ৭ এপ্রিল থেকে জমি অধিগ্রহণের লক্ষে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন ২০১৭ এর ৭ ধারা মোতাবেক সংশ্লিষ্ট ভূমি মালিকদের নোটিশ প্রদান করেন। এর পর ৮ ধারা নোটিশ প্রদানের মধ্যদিয়ে অর্থ প্রদান শুরু হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews