বদরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ- রংপুরের বদরগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে সাবেক কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (ওরফে) মান্নান মাস্টার আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কালুপাড়া ইউনিয়ন থেকে আটক করা হয়। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান।আটক কৃষকলীগ নেতা আব্দুল মান্নান মাস্টার কালুপাড়া ইউনিয়নের গুটির ডাঙ্গা কারেঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, এছাড়াও তিন গত ইউপি নির্বচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করেছিলেন।অপারেশন ডেভিল হান্ট বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে কালুপাড়া ইউনিয়ন থেকে ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করে থানায় আনা হয়। আগামীকাল সকালে আদালতের মাধ্যমে রংপুর হাজতে পাঠানো হবে।