1. dailybogratimes@gmail.com : admin :
বেনাপোল কাস্টমস হাউজে কলমবিরতি: আমদানি-রপ্তানি স্বাভাবিক - Daily Bogra Times
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

বেনাপোল কাস্টমস হাউজে কলমবিরতি: আমদানি-রপ্তানি স্বাভাবিক

মনির হোসেন, যশোর প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫০ Time View
বেনাপোল কাস্টমস হাউজে কলমবিরতি: আমদানি-রপ্তানি স্বাভাবিক
print news

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি ও প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউজে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘কলম বিরতি’ পালন করা হয়েছে। এ সময় কাস্টমস হাউজে কোনো কাজ হয়নি, অধিকাংশ টেবিল খালি ছিল। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোনো কাজে অংশ নেননি। তবে, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। নতুন আইজিএম ইস্যু না হলেও পূর্বে ইস্যুকৃত আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি অব্যাহত ছিল।

কাস্টমস হাউজের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, এই বিষয়টি কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি বলেন, “আমরা কোনো বক্তব্য দিতে পারছি না। তবে শতভাগ কলম বিরতি পালিত হয়েছে।” আগামী শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, কলম বিরতির কারণে সকাল থেকে কোনো ফাইলে কাজ হয়নি। তবে বেলা ১টার পর কাজ শুরু হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

কাস্টমস ও আয়কর ক্যাডার অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণীত রাজস্ব অধ্যাদেশে কর্মকর্তাদের মতামত উপেক্ষিত হয়েছে এবং অভিজ্ঞতাহীন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থাপনার দক্ষতা ও ক্যাডারদের পদোন্নতির সুযোগ ক্ষুণ্ন হবে। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি বিভাগে ভাগ করার প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews