মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের আবহে ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ। সোমবার (১৬ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইউএসএস নিমিৎজ সম্প্রতি দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযান শেষ করেছে। মূলত, চলতি সপ্তাহের শেষ দিকে জাহাজটির ভিয়েতনামের দানাং বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে “জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তা” থাকায় সেই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হ্যানয়ের মার্কিন দূতাবাস।
জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সফর বাতিলের পর নিমিৎজ এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তার পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্য।
এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্তত ৩০টির বেশি পুনঃজ্বালানিবাহী ট্যাঙ্কার বিমান আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে রওনা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র এই মোতায়েনের মাধ্যমে ইসরায়েল-ইরানের সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে তার কৌশলগত অবস্থান জোরদার করছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অপরদিকে, ইরান দাবি করেছে, ইসরায়েলের হামলায় ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।