1. dailybogratimes@gmail.com : admin :
রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জামায়াতের মিছিল - Daily Bogra Times
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জামায়াতের মিছিল

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০ Time View
রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জামায়াতের মিছিল
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  “রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন , 

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, যা গরিব ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।”

“বাংলাদেশে প্রতি বছর রমজান মাসে পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। যদিও সরকার বাজার মনিটরিং করার আশ্বাস দেয়, বাস্তবে অনেক ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থির করে তোলে বলে অভিযোগ রয়েছে।”

“নেতারা প্রশাসনের কাছে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews