মাঝরাতের মাদ্রিদ যেন জেগে রইল এক শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচের সাক্ষী হয়ে। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে পরাজিত করেছে রিয়াল মায়োর্কাকে। এই জয়ের ফলে বার্সেলোনার শিরোপা উৎসব আপাতত পিছিয়ে গেল।
ম্যাচের শুরুতেই ১১ মিনিটের মাথায় ভালজেন্টের গোলে এগিয়ে যায় সফরকারী মায়োর্কা। অপ্রত্যাশিত এই গোলে রিয়াল মাদ্রিদের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা দেখা যায়। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়োর্কা।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে রিয়াল মাদ্রিদ। ৬৪ মিনিটে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পরও স্কোরলাইন ১-১ থাকে।
ঠিক তখনই, ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে (৯০+৫’) রামনের অসাধারণ গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের এই গোলে উল্লাসে ফেটে পড়ে বার্নাব্যুর গ্যালারি।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ তাদের দ্বিতীয় স্থান ধরে রাখল এবং বার্সেলোনার শিরোপা নিশ্চিত করার জন্য অপেক্ষা আরও দীর্ঘ হল। এল ক্লাসিকোতে বার্সেলোনার জয়ের পর অনেকেই ভেবেছিল এই ম্যাচ হারলেই শিরোপা ঘরে তুলবে কাতালানরা। তবে রিয়ালের এই লড়াকু মনোভাব দেখিয়ে দিল যে শেষ পর্যন্ত লড়াই ছাড়তে তারা নারাজ। এখন দেখার অপেক্ষা, বার্সেলোনা কবে তাদের সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে।