1. dailybogratimes@gmail.com : admin :
শাসন পরিবর্তন নয়, আমেরিকার পুরোনো কৌশল শেষ — তুলসী গ্যাবার্ড - Daily Bogra Times
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে মা–শিশু সহায়তা কর্মসূচি কর্মশালা বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯% গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: রোগীর ঢল, চিকিৎসকের সংকট সংবিধান সংস্কারের জন্য গণভোটের পথে বাংলাদেশ, গেজেট প্রকাশিত শনিবার নুরে মাদিনা মাদ্রাসায় আসছেন বাংলার তারিক জামিল ও আযহারী আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ ‘লার্ন টু আর্ন’এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ বগুড়ায় প্রথম সফল কমলা বাগান, অনুপ্রাণিত শত কৃষক বগুড়ায় এলসি বন্ধ হলে একদিনেই বাড়ে মশলার দাম, তৈরি হয় কৃত্রিম সংকট

শাসন পরিবর্তন নয়, আমেরিকার পুরোনো কৌশল শেষ — তুলসী গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৩ Time View
শাসন পরিবর্তন নয়, আমেরিকার পুরোনো কৌশল শেষ — তুলসী গ্যাবার্ড
print news

আন্তর্জাতিক ডেস্ক:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ‘শাসন পরিবর্তন’ কিংবা ‘জাতি গঠন’ ভিত্তিক পুরোনো পররাষ্ট্রনীতি এখন অতীত— এমন মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে আন্তর্জাতিক থিংকট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ (IISS) আয়োজিত মানামা সংলাপ-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

তুলসী বলেন,

“কয়েক দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি এমন এক প্রতিকূল ও অন্তহীন চক্রে বন্দী ছিল, যেখানে শাসনব্যবস্থার পতন ঘটানো, অন্যদের ওপর আমাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া এবং যেসব সংঘাত আমরা পুরোপুরি বুঝতাম না তাতে জড়ানো হতো। এতে মিত্রের চেয়ে শত্রু তৈরি হয়েছে বেশি।”

তিনি আরও যোগ করেন, এই নীতির ফল হলো অগণিত প্রাণহানি, কোটি কোটি ডলার ব্যয় এবং বৃহত্তর নিরাপত্তা হুমকি সৃষ্টি।

বিশ্লেষকদের মতে, তুলসীর এই মন্তব্য ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি নিয়ে ট্রাম্পের নিজস্ব অবস্থানেরই প্রতিফলন। ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চুক্তিতে পৌঁছেছিলেন, যা ২০২১ সালে বাইডেন প্রশাসনের সময় বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়।

তুলসী আরও উল্লেখ করেন, ট্রাম্প সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল-শারাকেকে স্বাগত জানিয়েছেন— যিনি একসময় ইরাকে মার্কিন কারাগারে বন্দী ছিলেন।

তবে দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন, মাদকবিরোধী অভিযানের নামে হামলা, কিংবা ভেনেজুয়েলায় সিআইএ-এর গোপন তৎপরতা সম্পর্কিত প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি। যদিও এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে ‘ভেনেজুয়েলা আক্রমণ’ আশঙ্কা এবং ট্রাম্প প্রশাসনের ‘শাসন পরিবর্তনের উদ্যোগ’ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews