কুড়িগ্রাম,প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের-২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রুস্তম আলী বকসী, সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার কাস্টম, সিনিয়র সহকারী শিক্ষক ইউনুস আলী, অজিত কুমার রায়, হানিফ উদ্দিন, এসরাইল হোসেন, একরামুল হক, তৌহিদুল ইসলাম, খোরশেদ আলম, নাজমা বেগম, জোছনা বেগম সহ বিদ্যালয় শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক সুজাউদৌলাহ্।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।