বগুড়া, ১৬ জুলাই ২০২৫: আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শেরপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশিক খানের সভাপতিত্বে এই সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা ও সামাজিক সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি এবং সাম্প্রতিক সামাজিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা তাঁদের এলাকার বাস্তব চিত্র তুলে ধরে সমাধানের জন্য বেশ কিছু কা
সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম জয়নুল আবেদীন, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, সহকারী উপ-পরিচালক ফায়ার সার্ভিস নুরুল ইসলাম, শাহবন্দেগি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গাড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তবিবুর রহমান, খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম, শেরপুর শাহিদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, এনসিপি শেরপুর সমন্বয়কারী আব্দুল আলিম, খতিব মডেল মসজিদ মুফতি হেদায়েতুল্লাহ সহ শেরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।