শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম এবং এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) সুষ্ঠুভাবে শুরু হয়েছে। উপজেলার ৪টি কেন্দ্রে মোট ৩,১১৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ১,৭৩০ জন এবং ছাত্রী ১,৩৮৯ জন।
প্রথম দিনে ৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যার মধ্যে ২০ জন ছাত্র এবং ২০ জন ছাত্রী। এতে অনুপস্থিতির হার দাঁড়িয়েছে প্রায় ১.২৮ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা গ্রহণ করা দুটি কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ১,৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন এবং শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ কেন্দ্রে ৯৩৪ জনের মধ্যে ৮ জন অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন পরীক্ষায় অংশ নেননি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, সব কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।