বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ২৮ জুন, ২০২৫, শনিবার দুপুরে হামছায়াপুরের দলীয় কার্যালয়ে এই সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে হয়।
সম্মেলনে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা জামায়াতের আমির, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর-ধুনট আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ দবিবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম, যিনি তার সাবলীল উপস্থাপনায় সবাইকে মুগ্ধ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও প্রখ্যাত শিক্ষাবিদ মোঃ আব্দুল হাকিম। তিনি তার বক্তব্যে বলেন:
“রোকনরা হলেন আমাদের সংগঠনের প্রাণশক্তি। যেকোনো রাজনৈতিক ঝড়-ঝঞ্ঝা কিংবা দমন-পীড়নের মুখে তারাই সামনে থেকে পথ দেখিয়েছেন। জনগণ এখন বুঝতে পারছে, দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে কুরআনের শাসন ও ইসলামী মূল্যবোধের বিকল্প নেই।”
তিনি আরও জোর দিয়ে বলেন:
“রোকনদের জীবনযাপন, আচরণ ও নৈতিকতা হতে হবে সমাজের জন্য অনুকরণীয়। এটিই মানুষকে ইসলামী আদর্শের দিকে আকৃষ্ট করবে।”
সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, মোঃ রেজাউল করিম বাবলু, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান, মোঃ শাহীন আলম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুস ছাত্তার, প্রচার সেক্রেটারি ইফতেখার আলম, ইউসুফ আলী, সাইফুল ইসলাম সাখাওয়াত, আফছার উদ্দিন, শাহ্ আলম সোহান, জহির রায়হানসহ আরও অনেকে।