বগুড়ার শেরপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম জনির গোডাউনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মমিন ফকির (৩৮), পিতা- শুকুর ফকির, গ্রাম- সিরাজ কান্দি, থানা- ভূয়াপুর, জেলা- টাঙ্গাইল।
আহত হেলপার নূর মোহাম্মদ (৩০), পিতা- মোঃ ইসমাইল হোসেন, গ্রাম- থানা পাড়া, সিনেমা হল রোড, টাঙ্গাইল সদর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকচালক মমিন ফকির এবং হেলপার নূর মোহাম্মদ মহাসড়কের পাশে বিকল হওয়া ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট ২৪-২৬০৫) মেরামতের কাজ করছিলেন। এমন সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১১-৯৮০২) এসে বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে চালক মমিন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হেলপার নূর মোহাম্মদকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পরপরই শেরপুর হাইওয়ে থানার এসআই আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি ট্রাক জব্দ করেন।
এ ঘটনায় শেরপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান , “বিকল ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকচালক ও হেলপার নিচে নেমে মেরামতের কাজ করছিলেন। এসময় একটি বেপরোয়া গতির ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও বিকল ট্রাক দুটোই জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” পুলিশ ঘাতক ট্রাকের চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।