শেরপুর,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার সাগরপুর ব্রাকবটতলা এলাকায় অবস্থিত নূরে মদিনা হাফেজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পরিণত হয়েছিল এক নির্মল আনন্দভূমিতে। গরিব ও এতিম শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ফল উৎসব।
এই মানবিক ও হৃদয়ছোঁয়া আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন মাদ্রাসার পরিচালক আলহাজ্জ মাওলানা মোঃ আব্দুল হান্নান। তাঁর অক্লান্ত পরিশ্রম, দরদি মন আর শিশুর প্রতি অফুরন্ত মমতা থেকেই জন্ম নেয় এই অনন্য আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সজীব শাহরীন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক আমিনুল ইসলাম সেফ, আবুজার বিশ্বাস, আবু নাসের-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।