বগুড়ার শেরপুরে সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া এক মামলায় মহিলা আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) দুই সাবেক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতের পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোমেনা খাতুন (৫৩), সাবেক সম্পাদিকা, মহিলা আওয়ামী লীগ, সীমাবাড়ী ইউনিয়ন শাখা এবং বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য; ও শিখা খাতুন (৪৭), শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তারা সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর, আহত করার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারে জড়িত ছিলেন।
শনিবার রাত ২টা ৪৫ মিনিটে সীমাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে মোমেনা খাতুনকে এবং রাত ৩টা ৩০ মিনিটে ঘাসুরিয়া এলাকা থেকে নারী কনস্টেবলের সহায়তায় শিখা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান , মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং গ্রেপ্তারের পর রোববার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।