বগুড়ার শেরপুর উপজেলার বোংগা গ্রামে অবস্থিত “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক খামার পরিদর্শন শেষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোছাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. তবিবর রহমান, সাবেক চেয়ারম্যান মো. দবির উদ্দীন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক এবং সাংবাদিক মোত্তালিব সরকার, সরোয়ার জাহানসহ প্রমুখ।
খামার পরিদর্শনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “সুরাইয়া পারভীন রেশমা তার স্বামী বা বাবার পরিচয়ে বড় হয়নি। সে নিজের চেষ্টায় আজ সারাদেশে পরিচিত। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী রয়েছেন যারা চাকরির পিছনে ছুটছেন। কিন্তু চাকরি খোঁজার বদলে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। রেশমার মতোই নিজেদের উদ্যোগে সফল হতে হবে। এজন্য সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।”
উল্লেখ্য, “রেশমা কৃষি উদ্যোগ” খামারটি একজন সফল উদ্যোক্তা সুরাইয়া পারভীন রেশমার নেতৃত্বে প্রতিষ্ঠিত। খামারটি দেশীয় কৃষি উদ্যোগের একটি আদর্শ উদাহরণ হয়ে উঠেছে এবং তরুণ উদ্যোক্তাদের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
এই পরিদর্শন ও ঈদ সামগ্রী বিতরণ স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও আস্থা বাড়িয়েছে এবং তাদের উদ্যোক্তা হতে আরো অনুপ্রাণিত করছে।