শেরপুর,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নানা কর্মসূচির মধ্যেদিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন ও কম্বল বিতরণ অনুষ্ঠিত । রবিবার সকালে শহরের খেজুরতলায় অবস্থিত দলীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কম্বল বিতরণ ।
শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ মমিন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাবলু ।
এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সবাইদুল ইসলাম যুগ্ন আহ্বায়ক শেরপুর উপজেলা যুবদলসহ প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।