বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে ২৪৮ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ সেলিম মৃধা (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শেরপুর পৌর এলাকার রামচন্দ্রপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি (নং: বগুড়া-থ ১১-৫৬০৬) জব্দ করা হয়।
শেরপুর থানা সুত্রে জানা যায়, শেরপুর থানার এসআই সিয়াম হাসান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিএনজিকে থামানোর সংকেত দেন। সিএনজি থামার পর সামনে ও পিছনে বসা তিনজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। তবে চালকের আসনে থাকা সেলিম মৃধাকে ঘটনাস্থলেই আটক করা হয়। তল্লাশিতে সিএনজির পিছনের সিটে ও নিচে রাখা ৬টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫১৪ বোতলে ভরা ২৪৮ লিটার চোলাই মদ উদ্ধার হয়।
পলাতক তিন আসামি হলেন, শ্রী রাজিব চন্দ্র (৩২), পিতা: শ্রী শংকর বাঁশফোড়, চকসূত্রাপুর হরিজন কলোনী, বগুড়া সদর। শ্রী হৃদয় বাঁশফোড় (৩০), পিতা: মৃত লালজী বাঁশফোড়, রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী), শেরপুর, শ্রী সুজন (৩৫), পিতা: অজ্ঞাত, চকসূত্রাপুর হরিজন কলোনী, বগুড়া সদর।
শেরপুর থানা পুলিশ জানিয়েছে, আটক সেলিম মৃধার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে থানার সিডিএমএস যাচাইয়ে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ১৭ মে ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।