1. dailybogratimes@gmail.com : admin :
সলঙ্গায় বিএনপি পরিচয়ে জোরপূর্বক পুকুরের যায়গা দখলের অভিযোগ  - Daily Bogra Times
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

সলঙ্গায় বিএনপি পরিচয়ে জোরপূর্বক পুকুরের যায়গা দখলের অভিযোগ 

মোরশেদ মুন্নাঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ Time View
সলঙ্গায় বিএনপি পরিচয়ে জোরপূর্বক পুকুরের যায়গা দখলের অভিযোগ 
print news

সলঙ্গা (সিরাজগন্জ) প্রতিনিধি – সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর  এলাকায় জোরপূর্বক ভাবে ভূমি দখলের অভিযোগ উঠেছে অফাল উদ্দিন নামের একজনের বিরুদ্ধে। 

আফাল উদ্দিন (৩০) মালতীনগর এলাকার জামাল উদ্দিনের ছেলে। 

জানাজায়, ধুবিল ইউনিয়নের মালতীনগর মৌজার  – জেল ৯১ এর ২২ খতিয়ানের ৩৬ শতক জায়গার ১৮ শতক  দলিল ও ক্রয় সুত্রে মালতীরনগর এলাকার মৃত  আকবর আলীর ছেলে, আব্দুল হান্নান, জিল্লুর রহমান, আব্দুল মজিদ ও আনিসুর রহমানের বাকি ১৮ শতক জায়গা,  জামাল উদ্দিনের ছেলে আফাল উদ্দিন (৩০) ও দুলাল উদ্দিনের(৩০) এর।  

উক্ত ভূমির উপর ২০২৩ সালে যুগ্ন জজ আদালতে একটি বাটোয়ারা মামলাও চলমান রয়েছে যাহার মামালা নম্বর ১১৯/ ২০২৩। 

মামলা থাকাও সত্বেও আফাল উদ্দিন, সরকার পতনের পর নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে পুকুরপাড় সহ ১৮ শতকের প্রায় অর্ধেক অংশ জোরপূর্বক দখল নেয়। 

এ নিয়ে  মালতীনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

ভুক্তভোগী ঐ পরিবার ইতিপূর্বে সলঙ্গা থানা ও রায়গঞ্জ উপজেলার সেনাবাহিনী কোম্পানি কমান্ডার বারাবর অভিযোগ ও  দিয়েছিলেন । তখন সাময়িক ভাবে আফাল উদ্দিন থেমে থাকলেও সম্প্রতি  আবারও নিজেই মাপজোক করে দখল নেন। 

এ বিষয়ে ভুক্তভোগী,  আব্দুল হান্নান,  জিল্লুর রহমান,  আব্দুল মজিদ ও আনিসুর রহমানরা জানান, আমাদের  বাবার কাছ থেকে রেকর্ড  সুত্রে ক্রয় দলিল করি এবং আমাদের মায়ের নামের ৭শতক ও ২ শতক ক্রয় করে ২৫০৩ দাগে মোট ১৮ শতক ভূমির মালিকানা সত্ব হই। 

সরকার পতনের পর আফাল উদ্দিন জোরপূর্বক তার নিজ ইচ্ছামত আমিন এনে আমাদের পুকুরের পার বাদ দিয়ে ৭ থেকে ৮ হাত জায়গা দখল করে বাশের খুটি দিয়ে বেড়া দিয়ে দেয়। আমরা কিছু বলতে গেলে বিভিন্ন ভয়ভীতি দেখান। 

আমরা ইতিপূর্বে সলঙ্গা থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ করায় কিছুদিন থেমে যায়। সম্রপ্রতি আবারও অফাল উদ্দিন আবারও পুকরের ভিতর দিয়ে বাশের খুটি পুতে  দখল করে।  আমরা ভয়ে মুখ খুলতে পারি না  প্রসাশনের কাছে আমরা এর একটি সুষ্ঠু বিচার আশা করছি। 

এ বিষয়ে আফাল উদ্দিন বলেন,  আমাদের  দলিলে আছে ৭ শতক রেকর্ড  হয়েছে ৯ শতক একই দাগে  আমার বাবার নামে  ১৫ শতক ক্রয়কৃত সম্পত্তি আছে  রেকর্ড হয়েছে ৯, আমারা রেকর্ডসূত্রে ২২শতক জমি  খাজনা খারিজ করে নিয়েছি। 

তারা আওয়ামী পরিবার আওয়ামীলীগ থাকাকালিন তারাই জোরপূর্বক দখল করে খেয়েছে এখন  আমরা বের করে নিয়েছি। তারা থানা ও সেনা কাম্পেও অভিযোগ করেছিল। 

কিন্তু কোন সুরাহা হয় নি।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(মনোজিৎ কুমার) বলেন আদালতে বাটোয়ারা মামলা চলকালীন কেউ কারো যায়গা দখল করতে পারবে না এবিষয়ে যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews